মো. সাখাওয়াত হোসেন, ফরিদপুর
ফরিদপুরের আলফাডাঙ্গায় পারিবারিক কলহের জের ধরে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। একই উপজেলায় টগরবন্দ ইউনিয়নে পানাইল গ্রামে আকলিমা বেগম (২৬) ২৭ মে রাতে এ আত্মহত্যা ঘটনা ঘটে। নিহত স্বজনদের দাবী এটি আত্মহত্যা নয় পরিকল্পিত হত্যা। খবর পেয়ে থানা পুলিশ আকলিমা বেগম (২৬) নামে এক গৃহবধূর লাশ তার শ্বশুর বাড়ি থেকে উদ্ধার করে । পারিবারিক কলহের জের ধরে তিনি আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে। সোমবার সকালে লাশ উদ্ধার করা হয়।
আকলিমা বেগম একই উপজেলার পৌর সভার ৫ নং ওয়ার্ড ইছাপাশা গ্রামের মৃত শুকুর মোল্লার মেয়ে। ১৪ মাস আগে আকলিমা বেগমের পানাইল গ্রামে বিসু শেখের ছেলে ইসমাইল শেখের সাথে পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের সংসারে কোন সন্তান ছিল না।
আকলিমার বড় ভাই হাফিজ মোল্লার অভিযোগ, যৌতুকের জন্য স্বামী ইসমাইল শেখ ও শ্বশুরবাড়ির অন্যান্য লোকজন আকলিমাকে পরিকল্পিত ভাবে হত্যা করেছে। বিয়ের পর থেকেই বিভিন্ন সময়ে যৌতুক দিয়েছি। কয়েক বার সালিশ ও হয়েছে। কিছু দিন আগে ৫০ হাজার টাকা ইসমাইল ও তার মায়ের কাছে দিয়েছি।আবারও মোটা অঙ্কের যৌতুকের টাকার জন্য চাপ দেয় এবং আমার বোন অস্বীকৃতি জানালে আবার শুরু হয় নির্যাতন আজ মেরেই ফেললো। এ ঘটনায় আইনগত সহযোগিতা দাবি করি।
এঘটনায় সাংবাদিকগণ বিসু শেখের বাড়িতে গেলে ইসমাইল শেখসহ কাউকে বাড়িতে পাওয়া যায়নি।পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, স্বামীর সাথে আকলিমার কথা কাটাকাটির অভিমানে আত্মহত্যা করেছে।
এবিষয়ে আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.সেলিম রেজা সাংবাদিক দের জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পরে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি।