কুষ্ঠিয়ার দৌলতপুর থানাধীন
ফিলিপনগর ইউনিয়নের আবেদের ঘাট এলাকায় দিন দিন বেড়েই চলেছে মাদকের আগ্রাসন।
গোপন তথ্যের ভিত্তিতে জানা জায় উক্ত এলাকার
মোঃ খালিদ হাসান (তাপস) পিতা মোঃ হাসানুজ্জামান ঘেতুর ছেলে জরিয়ে এই সিন্ডিকেটের হোতা হিসেবে। এলাকার সাধারণ মানুষ জানায় তাপস নিয়মিত মাদক সেবন করে এবং মাদকের চোরা চালানে রয়েছে তার বনড় ভুমিকা। যেমন গাঁজা, ফেনসিডিল, ইয়াবা, হেরইন সহ বিভন্ন মাদক সেবন করে এবং তার সাথেই জরিয়ে পরছে এলাকার সাধারন পরিবারের সন্তান।
এজন্যই সর্বদা দুশ্চিন্তায় থাকে এলাকার মানুষ। জানা জায় তাপস একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে সেখানে চুরি করে জিনিস বিক্রি করে নেশার টাকা জোগাড় করতে হয় তাকে। কিছুদিন আগে চুরি করে ধরে পরে মাদক কারবারি তাপস। মাঝে মাঝে এলকায় এসে উঠতি বয়সের ছেলেদপর সাথে গাঁজা, ইয়াবা,ফেনসিডিল সহ বিভন্ন মাদক সেবন করে যুব সমাজ নষ্ট করছে অভিযোগ করে এলাকাবাসীএবং গোয়েন্দা সংস্থার কাছে তথ্য আছে তাপস মাদক ব্যাবসা ও চোরাকারবারের সাথে জড়িত। গোয়েন্দা বিভাগের কাছে তথ্য আছে তাপসের সাথে কুষ্টিয়া শহরের একটি চক্র জড়িত। তাপস নিয়মিত কুষ্টিয়া শহরে যাতায়াত করে গোয়েন্দার নজর দাড়িতে আছে।