ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ আয়ারল্যান্ড আজ ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে যাচ্ছে। এই সিদ্ধান্তের কথা জানিয়েছে আয়ারল্যান্ড সরকার।
আইরিশ প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রী আজ বিকালে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদানের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন বলে জানিয়েছে আয়ারল্যান্ড সরকার। বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছে একজন সরকারি সূত্র।
গত মাসে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার বিষয়টি এগিয়ে নেওয়ার কথা জানিয়েছিল আয়ারল্যান্ড ও নরওয়ে। স্পেনের প্রধানমন্ত্রীর সঙ্গেও এ বিষয়ে আলোচনা করেছিলেন দু’দেশের প্রধানমন্ত্রীরা।
ইউরোপের কিছু অন্যান্য দেশও সম্প্রতি ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে চায় বলে ইঙ্গিত দিয়েছে। স্পেন, স্লোভেনিয়া ও মাল্টা এই দেশগুলোর অন্যতম। এসব দেশের নেতারা মনে করেন, মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির জন্য দ্বি-রাষ্ট্রীয় সমাধান অপরিহার্য।
অন্যদিকে, ইসরায়েল এসব পদক্ষেপকে খারাপ দৃষ্টিতে দেখছে। ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া শান্তির পরিবর্তে সন্ত্রাসবাদ ও সংঘর্ষকেই বাড়িয়ে তুলবে। তবে বিশ্লেষকরা বলছেন, দ্বি-রাষ্ট্র সমাধানই এই সমস্যার স্থায়ী রাজনৈতিক সমাধান।
প্রসঙ্গত, গত কয়েক সপ্তাহ ধরে ইসরায়েলি বায়ুহামলায় ফিলিস্তিনে প্রাণহানি, ঘরবাড়ি ধ্বংসের ঘটনা ঘটছে এবং খাদ্যসংকট তীব্র হয়েছে। এমতাবস্থায় রাষ্ট্র হিসেবে স্বীকৃতি লাভ ফিলিস্তিনি জনগণের জন্য একটি বড় সাফল্য হিসেবেই বিবেচিত হচ্ছে।