হারুন অর রশিদ, সুন্দরগঞ্জ, গাইবান্ধা
গাইবান্ধার সুন্দরগঞ্জে স্থানীয় জনগোষ্ঠীর সেবাপ্রাপ্তি নিশ্চিতকরণে সংশ্লিষ্ট সেবাদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ মে) সুন্দরগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এসকেএস ফাউন্ডেশনের প্রদৃপ্ত প্রকল্পের আয়োজনে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
MACP-এর অর্থায়নে ও কেয়ার বাংলাদেশের কারিগরী সহযোগিতায় সমন্বয় সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জাফর আহমেদ লস্কর।
প্রদৃপ্ত প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার ফারুক হোসাইনের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন বেলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইব্রাহিম খলিলুল্যাহ, অগ্রণী ব্যাংক পিএলসির অফিসার মোরসালিন, পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক সাজেদুল ইসলাম, এনআরবিসি ব্যাংকের ম্যানেজার রেজাউল কাফি, আরডিআরএসের শাখা ব্যবস্থাপক রফিকুল ইসলাম, ব্র্যাকের ব্রাঞ্চ ম্যানেজার রাশিদুজ্জামান, গ্রামীণ ব্যাংকের ফিরোজ আল মামুন, কেয়ার বাংলাদেশের টেকনিক্যাল কো-অডিনেট বায়েজীদ বোস্তামী, প্রদৃপ্ত প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর মোছা. মুন্নী বেগম, ভিএসএলএ সদস্য রাজিয়া সুলতানা প্রমুখ।
সমন্বয় সভায় প্রকল্পভূক্ত বেলকা ও কঞ্চিবাড়ি ইউনিয়নের গ্রামীণ সঞ্চয় ও ঋণদান সমিতির সদস্যরা অংশগ্রহণ করেন।