ওহিদুজ্জামান (সাজিদ), ফ্রিল্যান্স জার্নালিস্ট
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের কয়েকটি এলাকায় রবিবার (১৯ মে) বিকেলে আকস্মিক একটি টর্নেডো আঘাত হানে। এতে উক্ত এলাকার প্রায় একশতাধিক টিনশেড ও কাঁচা ঘর বিধ্বস্ত হয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে ৪টার দিকে হঠাৎ পাঁচ নদীর মোহনার দিক থেকে প্রচণ্ড বেগে একটি টর্নেডো ধেয়ে আসে। এসময় প্রচুর বৃষ্টিপাতও শুরু হয়। মুহূর্তেই কৈখালী ইউনিয়নের পশ্চিম কৈখালী, পূর্ব কৈখালী ও জয়াখালী এলাকার শতাধিক ঘরবাড়ি লন্ডভন্ড হয়ে যায়।
কৈখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আব্দুর রহিম জানান, ঘটনার পর তারা উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের বিষয়টি অবহিত করেছেন। পরে শ্যামনগর উপজেলা চেয়ারম্যান সাঈদ উজ-জামান সাঈদ ও মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি ঘটনাস্থল পরিদর্শন করেন।
উপজেলা চেয়ারম্যান সাঈদ উজ-জামান বলেন, “ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে। আমরা উপজেলা পরিষদের পক্ষ থেকে দ্রুত ক্ষতিগ্রস্তদের সহায়তা করবো।”
সুস্থ সংবাদ পাওয়া গেছে যে, এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে কেউ হতাহত হয়নি। তবে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ হিসেবে দ্রুত ত্রাণ সহায়তা ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন প্রক্রিয়া শুরু করা উচিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা।