রাজধানীর কালশী এলাকায় বিকেল থেকে অটোরিকশাচালকদের তাণ্ডবের কারণে যানচলাচল বন্ধ ছিল। তারা রাস্তা অবরোধ করেছিলেন ও বিভিন্ন পরিবহন ভাঙচুর করেছিলেন। একপর্যায়ে তারা কালশী মোড়ের ট্রাফিক পুলিশ বক্সেও আগুন ধরিয়েছিলেন।
বিকেল থেকে শুরু হওয়া এই তাণ্ডবের পর রাত সাড়ে ৬টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির ট্রাফিক মিরপুর বিভাগের উপ-কমিশনার মো. জসিম উদ্দীন। তিনি বলেন, “কালশীর পরিস্থিতি সন্ধ্যা সাড়ে ছয়টার পর স্বাভাবিক হয়েছে। কালশী এলাকায় আবারও যানচলাচল শুরু হয়েছে।”
জসিম উদ্দীন আরও জানান, পুলিশ বক্স পুড়ানোর ঘটনায় অবশ্যই মামলা হবে। মিরপুর ট্রাফিক বিভাগ এ বিষয়ে বাদী হয়ে মামলা দায়ের করবে। এরই মধ্যে মামলা প্রস্তুতি চলছে।
একাধিক সূত্র থেকে জানা গেছে, অটোরিকশাচালকরা কোনো নির্দিষ্ট দাবি নিয়ে এই তাণ্ডব চালিয়েছিলেন। তবে তাদের আচরণ জনস্বার্থ বিরোধী ও শাস্তিযোগ্য অপরাধ। এ নিয়ে দৃঢ় পদক্ষেপ গ্রহণের জন্য দাবি উঠেছে।
পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও জনগণ এনিয়ে উদ্বিগ্ন। এমন ঘটনা যাতে আর না ঘটে সেজন্য কঠোর বিচার ব্যবস্থা প্রয়োজন বলে মনে করছেন বহু মহল।