এমপি নিক্সন চৌধুরী ও আ’লীগের সাধারণ সম্পাদকের ফোনালাপ ভাইরাল

মো. সাখাওয়াত হোসেন, ফরিদপুর

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সনের সাথে ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আ’লীগের সভাপতি মন্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহর ঘনিষ্ঠ আকরামুজ্জামান রাজার কথোপকথনের অডিও ফোনালাপ ফাঁস হয়েছে। যা শুক্রবার ভাঙ্গায় একাধিক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আইডিতে এই ফোন আলাপ পাওয়া যাচ্ছে। মুহুর্থের মধ্যে তা ভাইরাল হয়ে পড়েছে। বিষয়টি ফেসবুকের এডমিন Md bulbul নিশ্চিত করেন।

ফাঁস হওয়া অডিওর ৩ মিনিট ৩৪ সেকেন্ড এর কথোপকথন হুবহু তুলে ধরা হলো- স্থানীয় সাংসদ নিক্সন চৌধুরী তিনি তার মোবাইল থেকে ফোন ব্যাক করে রাজা কে জিজ্ঞাসা করেন, ফোন দিয়েছিলেন? আপনার মিসকল পেলাম।

উত্তরে আকরামুজ্জামান রাজার কন্ঠে তিনি কয়েকবার হ্যালো, হ্যালো বলেন, এর পরে তিনি বলেন, ফোন দিয়েছিলাম মানেকি শোনেন, ও জাফর উল্লাহ যে, প্রার্থী দিয়েছেন (মোখলেছুর রহমান সুমন) যতটুকু বুঝতে পেরেছি শেষ পর্যন্ত থাকতে পারবেনা, আমি এইটুকু জানি। (কথাগুলো অস্পষ্ট ছিলো বলে ক্লিয়ার বুঝা যায়নি) মোখলেছুর রহমান সুমনকে নিয়ে কথা হয়েছে বলে নিশ্চিত করেন নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সমর্থক এমডি বুলবুল।

পরে নিক্সন চৌধুরী রাজাকে বলেন, না না আপনি মানুষ ভাল না, মানুষ আপনারে কয় চিটার বাটপাড়, আসলেই রাজা সাহেব, আপনি ভালো মানুষ না।

আকরামুজ্জামান রাজা বলেন- আপনি এইভাবে কথা কইলি আমি কষ্ট পাবো।

নিক্সন চৌধুরী বলেন – আপনি আমারে আর ফোন ঠোন দেবেন না, আপনার সঙ্গে আর কথা বলার দরকার নাই, দেখা হবে রাজনৈতিক মাঠে, বিপদে পড়লে আপনি আমাকে ফোন দেন, আপনার উপর আমার আর বিশ্বাস নাই, ওরাও আপনাকে বিশ্বাস করে না, আমিও আপনাকে আর বিশ্বাস করি না, আপনি ওই পক্ষেই থাকেন, সৎ ভাবে থাকেন,ওদের খবর আমাকে দেওয়ার দরকার নাই, আমি রাজনীতি করি এইসব খবর-ঠবর আমার লাগেনা।

রাজা – আমি একটা কথা বলি।

নিক্সন চৌধুরী- আর কথা বলার দরকার নাই, আপনাকে আমি চিনে ফেলেছি।

রাজা- না না আপনি বলেন একটা বিষয়,

নিক্সন চৌধুরী- না না আপনার কথাবার্তা ভালো না, আসলেই আপনি একটা চিটার টাইপের মানুষ, আমি আপনাকে ভুল বুঝছি, ঠিক আছে, শুনেন ভাই শুনেন, আমি রাজনীতি করি মানুষের জন্য জনগণের জন্য,কথা বুঝছেন? উন্নয়ন করার জন্য,আমাকে ভয় দেখাবে জাফর উল্লাহ বা আজ পর্যন্ত জাফরউল্লাহ ভয় দেখাতে পারে নাই, আর এই চিটার বাটপাড় (মোখলেছুর রহমান সুমন) কি দেখাবে? আমারে এইসব বইলেন না, আপনাদের দলের মধ্যে সব দুই নম্বরি করেন, দুই নম্বরি কইরা আপনারা নিজেরা নিজেরা কোন্দল করেন, ঝামেলা করেন, কথা বুঝছেন? এইগুলো আপনাদের ব্যাপার, আপনাকে চিনে ফেলছি, আপনি ভবিষ্যতে আর আমাকে ফোন দিবেন না, রাজনীতির মাঠে দেখা যাবে,

রাজা – আমি আপনাকে একটা কথা বলি,

নিক্সন চৌধুরী-আপনি জাতীয় নির্বাচনের আগে যত ইনফরমেশন দিয়েছেন অর্ধেক ভুল দেন অর্ধেক ঠিক দেন,আপনি তাল বেতাল করে ফেলেন।

রাজা – আমি যেটুক দিয়েছিলাম, সেটুক শেষ পর্যন্ত আপনি তো সবই দেখলেন।

নিক্সন চৌধুরী- কেনো আপনি বললেন নাই? জাফর উল্লাহ সাব বসে পড়বে? আমাকে কি দিবেন?এসব বলেন নাই? সে তো বসে নাই।

রাজা – বসার সব ব্যবস্থা হয়েছিল না ? ৪-৫ দিন বন্ধ ছিল না সব কিছু ?

নিক্সন চৌধুরী -উনি ( জাফর উল্লাহ) অসুস্থ ছিলেন,মুরুব্বি মানুষ।

রাজা – না না অসুস্থ ছিল না বন্ধের জন্য না ।

নিক্সন চৌধুরী- আপনি বলছিলেন আমি আর মিরন মামা বসিয়ে দিব। বলেন নাই? কই আপনি তো বসাইতে পারেন নাই?

রাজা- হ্যাঁ আমরা বলেছি, হ্যাঁ আমরা চেষ্টা করেছি, ৪-৫ দিন বন্ধ ছিল ওই সময়, বন্ধ না থাকলে আরো এগিয়ে যেত দেখেন নাই হওয়ার পথে ছিল। লাস্টে তো সিদ্ধান্ত চেঞ্জ করে ফেলেছি।

নিক্সন চৌধুরী- আপনি আর আমাকে ফোন টোন দিয়েন না,আপনি আপনার মত রাজনীতি করেন, আমি আমার মত রাজনীতি করতে দেন। এইগুলা আমার আর দরকার নাই, ঠিক আছে লাইন কেটে দেন।

এ ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাজার বক্তব্য নিতে একাধিকবার তার মুঠোফোনে কল দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এদিকে ফরিদপুর-৪ এর সাংসদ মজিবুর রহমান চৌধুরীর নিক্সন ও ভাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাজার একটি অডিও ফোনালাপ ফাঁস হওয়ায় চায়ের দোকানে সহ ভাঙ্গার বিভিন্ন মহলে বইছে আলোচনা সমালোচনার ঝড়।

সংবাদটি শেয়ার করুনঃ

Facebook
WhatsApp
Telegram
Twitter
LinkedIn
Email
Print

আরও পড়ুনঃ

সাবেক কৃষিমন্ত্রীকে মৌলভীবাজার কারাগারে

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি তিমির বনিক,মৌলভীবাজার

চরফ্যাশনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর গণ-সমাবেশ অনুষ্ঠিত

ভোলা প্রতিনিধি ছাত্র জনতার গণ বিপ্লবে সংগঠিত গণহত্যার

শেরপুর হাইওয়ে সড়কের ঝোপঝাড় পরিস্কার কার্যক্রম

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি মৌলভীবাজারের শেরপুর

ঐতিহ্যবাহী বর্ষবিদায় ও বর্ষবরণ উৎসব অনুষ্ঠিত

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি মৌলভীবাজারের কমলগঞ্জ

সাতছড়ির রিজার্ভ ফরেস্টে ১৫ জনের সিন্ডিকেটে অবৈধ লেবু চাষ,হুমকির মুখে জীববৈচিত্র‍্য!

মোঃআল আমিন, মাধবপুর(হবিগঞ্জ) প্রতিনিধি হবিগঞ্জের সাতছড়ি

দুই দফায় পানের জুম কেটে সাভার

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি মৌলভীবাজারের কুলাউড়ায়

জমি নিয়ে বিরোধে যুবক’কে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার-১

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি মৌলভীবাজারের জুড়ী

অবৈধভাবে মনু নদীর তীরে মাটি কাটার দায়ে লাখ টাকা জরিমানা

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি মৌলভীবাজারের কুলাউড়া

প্রধান সংবাদ

মায়েদের উৎসাহিত করতে ভোলায় মা সমাবেশ

মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি ভোলা সদর উপজেলার

ভোলায় প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিশেষায়িত প্রশিক্ষণের সমাপনি

মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি ভোলায় প্রতিবন্ধী

কুয়াকাটায় এক ইলিশের দাম উঠলো প্রায় ৭ হাজার টাকা

উপজেলা প্রতিনিধি, কলাপাড়া(পটুয়াখালী) পটুয়াখালীর

উড়ছে বি এন পি নেতার খোলা চিঠি !

মোঃ রাওফুল বরাত বাঁধন ঢালী, লালমনিরহাট কুড়িগ্রাম জেলার

হাসিনার প্রসাশনিক এজেন্টরা ইউনূস সরকারকে সফলে বাঁধা;রিজভী

তিমির বনিক,মৌলভীবাজার বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব

জামায়াত ইসলামী বাংলাদেশ এর সমাবেশে মানুষের ঢ়ল

এম,এ,মান্নান, নিয়ামতপুর, নওগাঁ নওগাঁ জেলার নিয়ামতপুর

উপকূলে মাঝারি বৃষ্টিপাত, ০৩ নম্বর সতর্ক সংকেত বহাল

মৌসুমী বায়ুর সক্রিয় প্রভাবে পটুয়াখালীসহ উপকূলীয়

মোঃআল আমিন, মাধবপুর(হবিগঞ্জ) প্রতিনিধি হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানের রিজার্ভ ফরেষ্টের...

সাতছড়ির রিজার্ভ ফরেস্টে ১৫ জনের সিন্ডিকেটে অবৈধ লেবু চাষ,হুমকির মুখে জীববৈচিত্র‍্য!