গৌরনদী (বরিশাল) প্রতিনিধি: বরিশালের গৌরনদী উপজেলার পূর্ব বেজহার গ্রামের সোহেল চৌকিদারের মেয়ে নাইমা আক্তার (7) পানিতে ডুবে প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার দুপুরে নাইমা মাদ্রাসা যাওয়ার পথে কাসেমাবাদ গ্রামের একটি ডোবায় পড়ে যান। পরিবারের লোকজন ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করে রাতে তার স্কুল ব্যাগ ও স্যান্ডেল ডোবার পাশে পেয়ে ডোবা থেকে তার লাশ উদ্ধার করেন।
নিহত নাইমার চাচা সবুজ চৌকিদার জানান, নাইমা সময় সময় কাসেমাবাদ গ্রামের নানাবাড়িতে মায়ের সাথে থাকতো। দুর্ভাগ্যজনক এই ঘটনায় এলাকাবাসী শোকাহত।
জানা গেছে, নাইমা গৌরনদী মডেল মাদ্রাসার শিশু শ্রেণীর ছাত্রী ছিলো। ওই মাদ্রাসার শিক্ষকরা নাইমাকে হারানোর জন্য গভীর দুঃখ প্রকাশ করেছেন। তারা বলেন, ‘নাইমা ছিল একজন হৃদয়বান ও সুশিল ছাত্রী।’
এদিকে, ওই এলাকার বাসিন্দারা জানান, ডোবার পাশ দিয়ে অনেকেই যাতায়াত করতেন। কিন্তু তাদের চোখের আড়াল থেকে নাইমার ডুবে যাওয়ার ঘটনাটি ঘটে গেছে। তারা সকলেই এখন স্থানীয় প্রশাসনের কাছে এলাকায় ডোবার পাশে রেলিং বা অন্য কোনো নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, তারা শিগ্গিরই বিষয়টি পরীক্ষা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন যাতে এ ধরনের দুর্ঘটনা আর না ঘটে।