চট্টগ্রামের পতেঙ্গায় একটি দুর্ভাগ্যজনক দুর্ঘটনায় বিমান বাহিনীর এক তরুণ ও প্রতিভাবান পাইলট প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে বিমান বাহিনীর যুদ্ধ প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় শহীদ হন স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আসিম জাওয়াদ (৩৪)।
প্রত্যক্ষদর্শী ও বায়ুসেনা সূত্রে জানা গেছে, প্রশিক্ষণকালীন সময় হঠাৎ ক-৮ বিমানটির চালক আসিম জাওয়াদ বিমানটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। বিমানটি মাটিতে আছড়ে পড়লে তাতে আগুন লেগে যায়। স্থানীয়রা দমকলের সহায়তায় আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু তখন অনেকটা দেরী হয়ে গিয়েছিল।
জখম অবস্থায় আসিমকে উদ্ধার করে বিমান বাহিনী হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তিনি মারা যান। এই দুর্ঘটনায় একজন সাহসী ও দক্ষ বিমানসেনা অফিসারের প্রাণহানিতে সারাদেশে শোকের ছায়া নেমে এসেছে।
আসিম জাওয়াদ সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের প্রাক্তন এক কৃতি ছাত্র ছিলেন। মাত্র ৩৪ বছর বয়সে এই অকাল প্রয়াণ সবাইকেই স্তব্ধ করে দিয়েছে। শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানানো হচ্ছে